---Advertisement---

How Much Facebook Pay For 1000 Views? সম্পূর্ণ তথ্য বাংলায় 2025

Updated On:
How Much Facebook Pay For 1000 Views
---Advertisement---

বিশ্বের জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলির মধ্যে অন্যতম একটি প্ল্যাটফর্ম হল ফেসবুক। এখন আমরা প্রত্যেকেই জানি, Youtube এর কাছাকাছি ফেসবুক থেকে আমরা ইনকাম করতে পারি। অনেক কন্টেন্ট ক্রিয়েটর ইনফ্লুয়েন্সার ও বিজনেস এর মালিক এই ফেসবুক থেকেই ভিডিও আপলোড করে ভালো পরিমাণ টাকা ইনকাম করে থাকছেন। কিন্তু এখন অনেকের প্রশ্ন ফেসবুক ১০০০ ভিউতে কত টাকা দেয়? (How Much Facebook Pay For 1000 Views)। এই আর্টিকেলে আমি জানাবো এই প্রশ্নের উত্তর ও কিভাবে ফেসবুক থেকে ইনকাম করা যায় তার উপায় গুলি সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। 

ফেসবুক ১০০০ ভিউতে কত টাকা দেয়? (How Much Facebook Pay For 1000 Views)

ফেসবুক থেকে ইনকাম করার উপায় গুলোর মধ্যে প্রধান উপায় হলো ফেসবুক ইন-স্ট্রিম অ্যাডস (In-Stream Ads)।  যখন কোন ইউজার ফেসবুকে ভিডিও দেখে তখন সেই ভিডিও সঙ্গে বিজ্ঞাপন দেখানো হয়। আর এই বিজ্ঞাপনটি এই ফিচারের মাধ্যমে দেখানো হয়। আর যখনই কোন ইউজার ভিডিওর সঙ্গে এই বিজ্ঞাপনগুলি দেখে থাকেন তখনই একজন কনটেন্ট ক্রিয়েটর ইনকাম হয়।

সাধারণভাবে, ফেসবুক ১০০০ ভিউতে 1 থেকে 5 ডলার পর্যন্ত পেমেন্ট করে থাকে। তবে এই টাকার পরিমাণ বিভিন্ন ফ্যাক্টরের উপর নির্ভর করে, সেই ফ্যাক্ট গুলি হল: –

  1. দর্শকদের অবস্থান: ইউএস, কানাডা, ইউরোপের মতো দেশগুলোতে ভিউ বেশি মূল্যবান। অর্থাৎ এখানকার ইউজারদের যে বিজ্ঞাপনগুলি দেখানো হয় সেই বিজ্ঞাপন গুলিতে বিজ্ঞাপন দাতারা বেশি পরিমাণ টাকা পেমেন্ট করে থাকে। তাই এই সব জায়গায় ইউজার হলে বেশি পরিমাণ টাকা ইনকাম করা যাবে। 
  2. ভিডিওর ধরণ: আপনার কন্টেন্টের এনগেজ যদি বেশি হয় এবং কনটেন্টটি যদি ইউনিক কন্টেন্ট হয় তাহলে বেশি পরিমাণ টাকা আয় করা যাবে।  
  3. দর্শকদের এনগেজমেন্ট: আপনার কনটেন্টটি দেখার পরে দর্শক যদি লাইক, শেয়ার, কমেন্ট করে থাকে ও বেশি  ভালো লাগে থাকলে আয় বাড়ে যাবে।  
  4. বিজ্ঞাপনের ধরণ: আপনার ভিডিওতে স্কিপেবল বা নন-স্কিপেবল বিজ্ঞাপনের উপর নির্ভর করে আয় পরিবর্তিত হয়।  

ফেসবুক থেকে আয় করার জন্য কি কি শর্ত মানতে হবে

ফেসবুকে ইনকামের উপায় গুলোর মধ্যে প্রধান উপায় হল ফেসবুক ইন-স্ট্রিম অ্যাডস ব্যবহার। আর এটি আপনার পেজে ব্যবহার করার জন্য আপনাকে কিছু ফেসবুকে শর্ত মেনে চলতে হবে: 

  1. আপনার পেজে কমপক্ষে ১০,০০০ ফলোয়ার থাকতে হবে।  
  2. গত ৬০ দিনে আপনার পেজের ভিডিও পোস্টে ৩০,০০০১-মিনিট ভিউ থাকতে হবে।  
  3. আপনার ফেসবুক পেজে ফেসবুক পার্টনার মনিটাইজেশন পলিসি মেনে চলতে হবে।  

ফেসবুক থেকে আয় বাড়ানোর টিপস

  1. হাই-কোয়ালিটি কন্টেন্ট তৈরি করুন: দর্শকদের জন্য আপনি হাই কোয়ালিটির ইউনিক ও ইনফরমেটিক ভিডিও তৈরি করুন। সে ক্ষেত্রে দর্শকরা আপনাকে অবশ্যই ফলো করবেন ও আপনার পেজটি বারবার ভিজিট করবে।  
  2. রেগুলার পোস্ট করুন: প্রতিদিন নিয়ম মেনে দর্শকদের জন্য ভিডিও পোস্ট করুন। এটি করলে আপনার পেজের সঙ্গে দর্শকদের এনগেজ বজায় থাকবে।
  3. অডিয়েন্স এনালাইসিস করুন: আপনার টার্গেটেড ভিউয়ার কি চাই আপনার ভিডিওর মধ্যে সেটি বোঝে আপনার কনটেন্টও তা দেওয়ার চেষ্টা করুন। 
  4. ভিডিও অপ্টিমাইজ করুন: আপনার ভিডিওগুলোতে আকর্ষণীয় থাম্বনেইল, টাইটেল এবং ডেস্ক্রিপশন ব্যবহার করুন। যাতে করে নতুন কোন দর্শক আপনার ভিডিওগুলিতে ক্লিক করে এবং আপনার ভিডিওটি দেখে।  

ফেসবুক আয়ের অন্যান্য উপায় গুলো 

  1. ফেসবুক ফ্যান সাবস্ক্রিপশন: আপনার ভিডিও যদি খুব হাই কোয়ালিটির হয় ও আপনার ভিডিও যদি দর্শকদের ভালো লাগে। তাহলে আপনি কিছু ভিডিও ফলোয়াররা মাসিক ফি দিয়ে আপনার এক্সক্লুসিভ ভিডিও দেখতে পারেন। কারণ আপনার ফ্রি ভিডিও গুলো দর্শকদের ভালো লাগলে অবশ্যই ওনারা আপনার এক্সক্লুসিভ  ভিডিও গুলো দেখবেন। 
  2. ব্র্যান্ড ডিল: আপনার পেজে যদি ফলোয়ার বেশি হয় ব্র্যান্ড গুলোর সাথে পার্টনারশিপ করে স্পন্সরড কনটেন্ট তৈরি করুন।  
  3. ফেসবুক মার্কেটপ্লেস: আপনার পেজের মাধ্যমে আপনি প্রোডাক্ট বিক্রি করে আয় করতে পারবেন। 
  4. অন্যান্য প্ল্যাটফর্ম থেকে: ফেসবুকের কাছাকাছি আপনি যদি ইউটিউবে ভিডিও আপলোড করেন সেখান থেকেও আপনি ইনকাম করতে পারবেন। 

ফেসবুক ১০০০ ভিউতে কত টাকা দেয় (How Much Facebook Pay For 1000 Views), তা নির্ভর করে আপনার কন্টেন্টের কোয়ালিটি ও অবস্থানের উপর অর্থাৎ আপনার দর্শকদের কতটা ভালো লাগছে,  কতক্ষণ ধরে আপনার ভিডিওর ওপর তারা থাকছে  ও তার সঙ্গে আপনার ভিডিও গুলো কোন দেশ থেকে দেখা হচ্ছে তার উপর। আপনি যদি সঠিক স্ট্র্যাটেজি অবলম্বন করে এবং নিয়মিত প্রচেষ্টার মাধ্যমে আপনি ফেসবুক থেকে ভালো আয় করতে পারেন। ফেসবুক মনিটাইজেশন শুরু করতে আজই আপনি আপনার পেজের জন্য প্রয়োজনীয় শর্ত পূরণ করুন এবং হাই কোয়ালিটি কন্টেন্ট তৈরি করুন। উপরের উপায় গুলো যদি আপনি অবলম্বন করেন তাহলে আপনি ফেসবুক থেকে ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন। এছাড়াও আপনি বিভিন্ন টাকস এপ্লিকেশন থেকে টাক্স কমপ্লিট করে ইনকাম করতে পারবেন।

আরও পড়ুন :- টাক্স অ্যাপ্লিকেশন কি? এই অ্যাপ্লিকেশন গুলো কিভাবে কাজ করে? এই অ্যাপ্লিকেশন গুলো থেকে সত্যি কি টাকায় ইনকাম করা যায়?

ফেসবুক থেকে ইনকাম করার সম্বন্ধে আপনাদের কিছু প্রশ্ন ও উত্তর 

কত ভিউ ভাইরাল বলে মনে করা হয়?

১ লক্ষ ভিউ হলে কোনো ভিডিও তে সেই ভিডিও টি ভাইরাল ভিডিও বলা হয়। 

কীভাবে রাতারাতি ভাইরাল হবেন?

যখন কোন ভিডিও আপলোড করার পরেই রাতারাতি ভিডিওটি এক লাখ ভিউস পার হয়ে যাবে। ওই ভিডিওটিকে ভাইরাল ভিডিও হিসাবে ধরা হবে । 

2025 সালে রিল ভিউয়ের জন্য ফেসবুক কত টাকা দেয়?

2025 সালে একটি রিল ভিডিওর জন্য ফেসবুক 1 থেকে 5 ডলার দিয়ে থাকে এক হাজার ভিউয়ের জন্য ।

ইনস্টাগ্রামে ভাইরাল কত ভিউ?

ইনস্টাগ্রাম কোন একটি ভিডিও দশ লক্ষের বেশি ভিউ হলে ভিডিওটি ভাইরাল ভিডিও হিসেবে ধরা হবে।

একটা ইউটিউব ভিডিওর কত ভিউ হলে তাকে ভাইরাল বলা যায়?

Youtube এ একটা ভিডিও আপলোড করার পরেই ওই ভিডিওটি যদি রাতারাতি ৫ থেকে ১০ মিলিয়ন বেশি ভিউ হয় তাহলে ওই ভিডিওটিকে ভাইরাল ভিডিও হিসেবে ধরা হবে।

Biplab Giri

Biplab Giri is a successful Blogger, Founder and Content Strategy Head of takakaro.com. He started his blogging career in 2018 and has created many successful blogs so far.

---Advertisement---

Related Post

Mobile Earning

Mobile Earning: মোবাইল ফোনের সাহায্যে ইন্টারনেট ব্যবহার করে কত প্রকারের ইনকাম করা যায়

এখন আমরা জানবো শুধুমাত্র মোবাইল ফোনের সাহায্যে ইন্টারনেট ব্যবহার করে কত প্রকারের ইনকাম করা যায়। সেই প্রকার গুলি কি কি এবং কিভাবে তা ইনকাম ...

|

Leave a Comment