Amazon ব্যবহার করে না এমন মানুষ হয়তো কম আছে ভারতে। আমরা সকলেই জানি আমাজন থেকে আমরা শপিং করতে পারি এবং সেখান থেকে মোবাইল রিচার্জ, ডিটিএইচ রিচার্জ ও ইলেকট্রিক বিল জমা দেওয়া, গ্যাস বুকিং করা সমস্ত কিছু হয়ে থাকে amazon থেকেই। তাই আজ আপনাদের আমি জানাবো অ্যামাজনের একটি দুর্দান্ত অফার চলে এসেছে সেই অফারটি সম্বন্ধে খুব কম মানুষই জানে না এখনো। কারণ অ্যামাজনের এই অফারটি সাহায্যে আপনি যদি ২০০০ টাকার গিফট ভাউচার কিনেন তাহলে আপনি সরাসরি সেখানে পেয়ে যাবেন ১০০ টাকা ক্যাশব্যাক। অর্থাৎ আপনি যদি ২০০০ টাকার গিফট ভাউচার কিনেন তাহলে আপনি সেখানে পাবেন মোট ২১০০ টাকা। আর আপনি এই টাকাটা অ্যামাজন থেকে শপিং করতে পারবেন বা মোবাইল রিচার্জ, ডিটিএইচ রিচার্জ থেকে শুরু করে অ্যামাজনের যে সমস্ত কাজ করা যায় সমস্ত কাজের জন্য এই টাকাটা আপনি ব্যবহার করতে পারবেন।
Table of Contents
এখন আমরা জানবো এই অফারটি কতদিন হলো শুরু হয়েছে ও কতদিন যাবত চলবে
এই অফারটি জানুয়ারি মাসের ১ তারিখে শুরু হয়েছে ও এই অফারটি চলবে ৩১শে জানুয়ারি পর্যন্ত চলবে। তার মধ্যে আপনাকে এই অফারটি কালেক্ট করে নিতে হবে। তারপর আপনাকে পেমেন্ট করে সেই গিফট ভাউচারটিও নিয়ে নিতে হবে এই তারিখটির মধ্যেই।

এই গিফট ভাউচার কেনার কতক্ষণ পর আপনি এই ক্যাশব্যাক পাবেন আপনার ওয়ালেট এ
আপনি এই ক্যাশব্যাক সরাসরি আপনার amazon pay ওয়ালেটে পেয়ে যাবেন। কোম্পানির টার্মসেন্ট কন্ডিশনের দেওয়া আছে এই অফারটি কালেক্ট করার পর যখন আপনি গিফট ভাউচার কিনে নেবেন তারপরে আপনাকে ২৪ ঘন্টা ওয়েট করতে হবে এই ক্যাশব্যাক এর জন্য। কিন্তু আমরা এই অফারটি কালেক্ট করে যখনই পেমেন্ট করেছি তার পাঁচ মিনিটের মধ্যে আমাদের ক্যাশব্যাক দিয়ে দেওয়া হয়েছে। তখনই আপনার Amazon Pay ব্যালেন্সে ক্যাশব্যাক এড হয়ে যাবে তখন। ব্যালেন্স অ্যাড হবার পরেই আপনি একটি ইমেইল পেয়ে যাবেন।
এই অফারটি আপনি কতবার এপ্লাই করতে পারবেন একটি একাউন্টে
এই অফারটি আপনি শুধুমাত্র একবার এপ্লাই করতে পারবেন একটি মাত্র amazon এর একাউন্ট থেকে। আপনার কাছে যদি একের বেশি একাউন্ট থাকে অ্যামাজনের তাহলে আপনি প্রতিটি অ্যাকাউন্টে এই অফারটি চেক করতে পারেন এবং প্রতিটি অ্যাকাউন্ট থেকে আপনি এই অফারটি কালেক্ট করতে পারবেন।

এই অফারটি কিভাবে আপনি Collect করবেন
- এই অফারটি কালেক্ট করার জন্য সবার প্রথমে আপনাকে আমাজন অ্যাপটি ওপেন করতে হবে। তারপর আপনাকে Amazon Pay যে অপশনটি আছে সেই অপশনে ক্লিক করতে হবে।
- এরপর আপনাকে Rewards অপশনটিতে যেতে হবে।
- এরপর আপনাকে Gift Card Rewards অপশনটি বেছে নিতে হবে। সেখানে আপনি আমাজন গিফট কার্ডের অপশন পেয়ে যাবেন।
- সেখান থেকে আপনাকে Collect Now ক্লিক করে অফারটি কালেক্ট করে নিতে হবে।
- এরপর আপনি সেখানে Buy Now ক্লিক করে গিফট ভাউচার কিনে নিতে হবে, পেমেন্ট করে।
অফারটি এপ্লাই করার আগে কি কি মনে রাখতে হবে
এই অফারের জন্য শুধুমাত্র আপনাকে Amazon Pay Upi ব্যবহার করে পেমেন্ট করতে হবে। আপনি যদি অন্য কোন পেমেন্ট অপশনে ক্লিক করে পেমেন্ট করে থাকেন সেক্ষেত্রে এই অফারটি আপনি পাবেন না অর্থাৎ আপনি কোন রকম ক্যাশব্যাক পাবেন না। তাই আপনাকে শুধুমাত্র Amazon Pay Upi অপশনটি থেকে পেমেন্ট করতে হবে।
এই অফারটি পাওয়ার জন্য শুধুমাত্র আপনাকে ২০০০ টাকার গিফট ভাউচার কিনতে হবে মিনিমাম। আপনি চাইলে এর থেকে বেশি টাকার গিফট ভাউচার কিনতে পারেন সে ক্ষেত্রে আপনি এই অফারটি পেয়ে যাবেন। আপনার ২০০০ টাকার গিফট ভাউচার কেনা হয়ে যাবার পাঁচ মিনিটের মধ্যে আপনি এই ক্যাশব্যাক আপনার অ্যামাজন পে ওয়ালেট পাবেন। আর আপনি যদি ২০০০ টাকার কম ভাউচার কিনে থাকেন সে ক্ষেত্রে আপনি কোন রকম ক্যাশব্যাক পাবেন না।
এই অফারের জন্য কি কোন Promo Code ব্যবহার করতে হবে
না, এই অফারটি কালেক্ট করার জন্য কোন রকম প্রোমো কোড ব্যবহার করার প্রয়োজন নেই। আপনার একাউন্টে যদি অফারটি শো করে থাকে তাহলে অবশ্যই আপনি অফারটি প্রথমে কালেক্ট করে নেবেন। তারপর আপনি ভাউচার টা বাই করবেন অবশ্যই আপনি ১০০ টাকা ক্যাশব্যাক আপনার ওয়ালেট এ পেয়ে যাবেন।
গিফট ভাউচার কেনার কতক্ষণ পর আমরা ক্যাশব্যাক পাবো
আপনি যখনই পেমেন্ট করে নেবেন এবং আপনার গিফট ভাউচার টি কেনা সাকসেস হয়ে যাবে তার ২৪ ঘন্টার মধ্যে আপনি এই ক্যাশব্যাক টি আপনার Amazon Pay ওয়ালেটে পেয়ে যাবেন।
আরো বিস্তারিতভাবে জানার জন্য আপনি অবশ্যই আমাজন অ্যাপ এ গিয়ে অফারের Terms and Conditions কন্ডিশনে গিয়ে দেখুন সেখানে অবশ্যই আপনারা আরও বিস্তারিত ভাবে জানতে পারবেন।
আপনি যদি এইভাবেই ক্যাশব্যাকনিং করতে চান তাহলে অবশ্যই এখানে ক্লিক করে অন্যান্য অ্যাপ এর ক্যাশব্যাক অফার কি কি আছে জানতে পারেন